সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।

পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তি প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে, অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com