মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতীয় দর্শকদের বিরুদ্ধে টাইগার রবিকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   27 বার পঠিত

ভারতীয় দর্শকদের বিরুদ্ধে টাইগার রবিকে মারধরের অভিযোগ

ছবি : সংগৃহীত

কানপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলছে। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত প্রথম সেশনে ২ উইকেটে ৭৪ রান করে।

এরইমধ্যে আসে এক দুঃসংবাদ। দলের আইকন সমর্থক টাইগার রবি নাকি ভারতীয় সমর্থকদের মারধরে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নিজে হেনস্থার অভিযোগ করলেও স্থানীয় পুলিশ বলছে, পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন রবি। তাকে নাকি কেউ হেনস্থাই করেনি। তবে এই ঘটনা সাড়া ফেলেছে ক্রিকেটমহলে। বাংলাদেশি সমর্থকরা তার সমর্থনে কথা বলছেন।

বাংলাদেশ দলের প্রায় সব ম্যাচেই গ্যালারি থেকে রবি সমর্থন জুগিয়ে যান। গায়ের রং পরিবর্তন করে টাইগারের মতো করে গ্যালারি থেকে সমর্থন দিয়ে যান তিনি। তাইতো বেশ পরিচিত এই আইকন ভক্ত।

 

 

রবির অভিযোগ, কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে মারধরের ঘটনায় আহত হন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশি এক সংবাদমাধ্যমকে রবি জানান, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান তিনি। তখন স্থানীয় কয়েকজন সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে নাকি মারধরের ঘটনাটি ঘটে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি নিজের ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। কিন্তু পুলিশ হামলার বিষয়টি অস্বীকার করেছে।

Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com