রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (১৬ ডিসেম্বর) আয়োজিত দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল, সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। পতাকা উওোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, কুঁচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া, মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিওিক শিশুদের চিএাংকন প্রতিযোগিতা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে আলোকসজ্জা।
ভোর সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিকসহ অর্ধশতাধিক সংগঠন।
সকাল ৮টায় স্থানীয় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো,ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক।

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com