রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
খাদিম নির্মলা জুনিয়র হাইস্কুলে পররাষ্ট্রমন্ত্রী

দেশ-সমাজ বিকাশে শিক্ষার বিকল্প নেই

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

দেশ-সমাজ বিকাশে শিক্ষার বিকল্প নেই

দেশ-সমাজ বিকাশের জন‌্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষিত সমাজ গড়ার লক্ষ‌্যে আমাদেরকে নিরলস কাজ করে যেতে হবে। সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা দায়িত্ব আমাদের সবার ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট সদরে বরজান চা বাগানে খাদিম নির্মলা জুনিয়র হাইস্কুলের বার্ষিক ফলাফল প্রকাশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি আরো বলেন, চা শ্রমিকদের উন্নয়নের জন‌্য সরকার আন্তরিক। সরকার চা শ্রমিকদের দৈনিক মুজুরি ভাতা বাড়িয়েছে। চা শ্রমিকের সন্তানেরা যাতে শিক্ষাসহ অন‌্যান‌্য সেবা-সুযোগ পায় সেদিকে আমরা অবশ‌্যই নজর দিব।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি নিজে চা বাগানে চাকরি করেছি । তাই শ্রমিকের বঞ্চনা দুখের কথা আমি জানি। তাঁদের সমস‌্যাগুলো সমাধানে সচেষ্ট আছি থাকব।

খাদিম নির্মলা জুনিয়র হাইস্কুলের ম‌্যানেজিং কমিটির সভাপতি নান্টু রঞ্জন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম‌্যান আশফাক আহমদ।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দুখেন গোয়লার নেতৃত্বে শিক্ষকবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বার্ষিক পরীক্ষায় ১ হতে ৩ য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

সভায় বক্তারা বলেন, চা শিল্প এখন মন্দা সময় কাটাচ্ছে। ফলে শ্রমিকদের দর্ুদশা কাটছে না। চা ‌্যশমিকদের মৌলিক চাহিদা পুরণে বক্তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সভায় অন‌্যান‌্যের মধ‌্যে বক্তব‌্য রাখেন, বরজান চা বাগান পঞ্চায়েতের সভাপতি সুভাষ নায়েক, শ্রীবাস মাহালি, সবুজ তাঁতি, সুশান্ত কুমার চাষা, বিকাশ রঞ্জন দাশ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com