মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে দুর্ঘটনাকবলিত দুই ট্রেন : সাড়ে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ০৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   61 বার পঠিত

গাজীপুরে দুর্ঘটনাকবলিত দুই ট্রেন : সাড়ে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে তেলবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি উদ্ধার করা হলে ঢাকার সঙ্গে স্বাভাবিক হয় সারা দেশের রেল যোগাযোগ।

এর আগে শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১১টা থেকে রেললাইন থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানো কাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইন্সপেক্টর সেফাতুর বলেন, শুক্রবার বিকেলে ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় বগি সরানোর কাজ। এর আগে বিকেল ৪টা থেকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনগুলোকে লাইন থেকে সরিয়ে নেওয়া ও লাইনটি দ্রুত সচল করতে কাজ চলে জোরে সোরে। এর সাড়ে ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি একে একে উদ্ধার করা হয়। এতে ঢাকার সঙ্গে সচল হয় সারা দেশের রেল যোগাযোগ।

উল্লেখ্য, শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় ফিরছিল। পথে জয়দেবপুর জংশনে পৌঁছালে একই লাইনে ঢাকা থেকে আসা দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বগি। ঘটনাস্থল থেকে দুই লোকোমাস্টারসহ চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দুই রেলের ইঞ্জিনসহ ১১টি বগি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কর্তব্যে অবহেলার কারণে জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। দূর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে রেলওয়ে বিভাগ ও গাজীপুর জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

Facebook Comments Box

Posted ৮:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com