গাজীপুর প্রতিনিধি | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
গাজীপুর জেলায় অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে গাজীপুর জেলা প্রশাসন। শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলায় ৭.৫৩ একর বনভূমি উদ্ধার করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায় , গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা কর্তৃক গত ০৭ দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে উদ্ধার করা বনভূমির পরিমাণ- ৪.৫৬ একর। উদ্ধারকৃত ভূমির দখলকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ,ফজলু পোল্ট্রি ফার্মের দখল হতে উদ্ধারকৃত বনভূমি- ১.৩৫ একর, আল নূর হ্যাচারীর দখল হতে উদ্ধারকৃত বনভূমি -১.৪১ একর, মাটির মায়া ইকো রিসোর্ট হতে উদ্ধারকৃত বনভূমি- ১.৫ একর , ফাউগান ইকো রিসোর্ট হতে উদ্ধারকৃত ভূমি- ৩০ শতাংশ ।
এছাড়াও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক ও সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ কর্তৃক সোমবার ২২.০৪.২৪ তারিখে গাজীপুর সদর উপজেলায় অবৈধ দখলদারের নিকট হতে বন বিভাগের উচ্ছেদকৃত ২ একর ৯৭ শতাংশ ভূমি উদ্ধার করেছে।উদ্ধারকৃত ভূমির দখলকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে , ম্যাক্সভ্যালী রিসোর্ট- ৮৫ শতাংশ, অনন্ত ভবন- ৯৫ শতাংশ, রাজেন্দ্র ইকো রিসোর্ট- ৬৩ শতাংশ, গ্রীনটেক রিসোর্ট- ৫৪.৫৪৭ শতাংশ
গাজীপুর জেলা প্রশাসন জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন এমন অভিযান চলমান থাকবে। একই সাথে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। অন্যান্য উপজেলায়ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য গাজীপুরবাসী জোর দাবি জানিয়েছেন ।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed