শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের দিনে ইসরাইয়েলি বাহিনীর হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত

ঈদের দিনে ইসরাইয়েলি বাহিনীর হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি।

বিশ্বজুড়ে যখন মুসলমানেরা মেতেছেন ঈদের আনন্দে, তখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর ঈদ কাটছে চরম আতঙ্কে। পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ১২২ ফিলিস্তিনিকে হত্যা এবং আরও ২৫৬ জন আহত করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।

তবে, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ এখনো পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে, গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, হামাসের হাতে তাদের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।

Facebook Comments Box

Posted ১০:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com