বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমাজ পরিবর্তনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সিসিক মেয়র

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সমাজ পরিবর্তনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সিসিক মেয়র

ছবি : সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সবসময় পাশে থাকবে সিলেট সিটি কর্পোরেশন। ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। প্রতিটি শহরের পাড়া মহল্লা এবং গ্রামে ইমামরা নেতৃত্ব দেন। সমাজের বিভিন্ন অপকর্ম রোধ করতে ইমাম-মুয়াজ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিন মাসে ৮ মিনিট ব্যয় করলে সিলেট নগরীকে সুন্দর তিলোত্তমা নগরীতে রূপান্তর করা সম্ভব। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বর্ধণ ও নিয়মিত কর পরিশোধ করার জন্য প্রতি শুক্রবারে খুতবায় ২ মিনিট আলাপ করলে এ নগরীর চিত্রটাই অনেকটাই বদলে যাবে। একটি নগর অপরিষ্কার থাকলে সেখানে মশা ও রোগ জীবাণু সংক্রামণ বেড়ে যায়। তাই সবার আগে আমাদের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। এর জন্য সচেতন ইমাম-মোয়াজ্জিনদেরও এগিয়ে আসার অনুরোধ জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গার ব্যবস্থা করা, কম খরচে হজের ব্যবস্থা করা, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন এবং ওআইসির সদস্য লাভসহ অসংখ্য ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারনে আমরা শান্তিতে বসবাস করতে পারছি।

শনিবার (৫ এপ্রিল) রাতে নগরীর একটি অভিজাত কনভেশন হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান ও ইদ উপহার বিতরণ উপলক্ষে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগরীর ইমাম ও মুয়াজ্জিনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com