সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদ উপলক্ষে গাজীপুর-পার্বতীপুর রুটে ৩ স্পেশাল ট্রেন চলবে

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ঈদ উপলক্ষে গাজীপুর-পার্বতীপুর রুটে ৩ স্পেশাল ট্রেন চলবে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গাজীপুর জেলায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে পার্বতীপুর (দিনাজপুর) পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।

গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়,আগামী ৭, ৮ ও ৯ এপ্রিল  ৩ দিনে মোট ৩টি স্পেশাল ট্রেন রাত ১১.০০ টায় জয়দেবপুর ছেড়ে যাবে। ট্রেনটি জয়দেবপুর থেকে রওনা করে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে সর্বশেষ স্টেশন পার্বতীপুর পৌঁছাবে ভোর  ৫.৫৫ তে (সম্ভাব্য সময়)।

ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৭১৬টি, যার মাঝে ১ম শ্রেণির রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সকল টিকেট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকেট ট্রেন ছাড়ার ২ ঘন্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেয়া হবে।

জয়দেবপুর জংশনের ষ্টেশন মাষ্টার মো.আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই ট্রেনটি ঈদের পরদিন থেকে তিন দিন বিকেলে ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গাজীপুর পৌছাবে ।

Facebook Comments Box

Posted ৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com