বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   122 বার পঠিত

গাজীপুরে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন এবং বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসক মহোদয় জেলার আইনশৃঙ্খলা, যানযট নিরসন, রাজবাড়ী মাঠে ঈদের প্রধান জামাত আয়োজনসহ সার্বিক বিষয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট সকলকে এসময় নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। ঈদুল ফিতরের পরপরই বাঙালি সংস্কৃতির বড় উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হবে। সারা দেশের সাথে গাজীপুরে যাতে নববর্ষের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক মহোদয়।

Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com