অনলাইন ডেস্ক | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে সাড়ে ১৯ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিবাসীদের গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়েছে। গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৮৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৪ হাজার ২৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২৮০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া সৌদিতে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টায় ৯৭১ জন এবং অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টার সময় ৩৬ জনকে আটক করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সৌদি আরবে গ্রেপ্তারকৃত ৫৮ হাজার ৩৬৫ জন আইনিব্যবস্থার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে সাড়ে ৯ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে।
Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed