বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টয়োটার ৫০ হাজার গাড়ির এয়ারব্যাগে ত্রুটি, বিস্ফোরণ হতে পারে যেকোনো সময়

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

টয়োটার ৫০ হাজার গাড়ির এয়ারব্যাগে ত্রুটি, বিস্ফোরণ হতে পারে যেকোনো সময়

ফাইল ছবি

গাড়ির এয়ারব্যাগে ত্রুটির কারণে ৫০ হাজার মার্কিন গ্রাহককে নিজেদের গাড়ি নিয়ে রাস্তায় না নামার অনুরোধ করেছে টয়োটা। সংস্থাটি জানিয়েছে, ২০০৩ থেকে ২০০৫ মডেলের টয়োটা গাড়িতে ব্যবহার করা তাকাতা কোম্পানির এয়ারব্যাগগুলো বিস্ফোরণ হতে পারে এবং এর ফলে উচ্চগতিতে প্রাণঘাতী ছোট ছোট ধারালো ধাতবাংশ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

মূলত ২০০৩-০৪ মডেলের করোলা এবং করোলা ম্যাট্রিক্স, ২০০৩-০৪ মডেলের রেভ-৪ গাড়িগুলোতে এই ঝুঁকি রয়েছে বলে জানিয়াছে সংস্থাটি।

তাকাতা কোম্পানির এয়ারব্যাগের এই ত্রুটি টয়োটা ছাড়াও অন্তত ২০টি অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি গাড়িকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক দশকের বেশি সময় মামলা লড়ার পর ২০১৭ সালে তাকাতা কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এর সব সম্পত্তি একটি চাইনিজ কোম্পানি ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনে নেয়।

টয়োটার সময়টা হয়তো ভালো যাচ্ছে না। কয়েক মাস আগেই নিজেদের উৎপাদিত ডিজেল ইঞ্জিনের টেস্টরেজাল্ট জালিয়াতির কারণে একটি শিপমেন্ট বাতিল করে তারা।

তদন্তে জানা যায়, ডিজেল ইঞ্জিনের হর্সপাওয়ার নিয়ে জালিয়াতিতে জড়িয়েছিল টয়োটার কর্মচারীরা। এই ইঞ্জিন ব্যবহৃত হয়েছে হাইস ভ্যান এবং টয়োটা ল্যান্ডক্রুজারসহ এমন অন্তত ১০টি মডেলের গাড়ি বিশ্ববাজারে বিক্রি হয়েছে।

তাছাড়া কোম্পানিটি দাইহাতসু ব্র্যান্ডের গাড়ি নিরাপত্তা পরীক্ষার ফলাফল জালিয়াতির বিষয়টিও তদন্ত করছে। জানা গেছে, দাইহাতসু ব্র্যান্ডের গাড়ি নিরাপত্তা পরীক্ষার জমা দেওয়া ফলাফলটি ছিল ৩০ বছর আগের। গত বছর জাপানের ট্রান্সপোর্ট অথরিটি দাইহাতসুর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্লোবাল শিপম্যান্ট বাতিল করে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com