মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

সিলেট মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ‌্যা ৬ টায় নগরের হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এবারের জাতীয় নির্বাচনে সবাই সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এ আসন। মর্যাদাপূর্ণ এ আসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আসবে। তাই একটি সুষ্ঠু শান্তিপূর্ণ আদর্শ নির্বাচন আয়োজন করতে হবে। সেজন‌্য ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। তৃণমূল কর্মীরাই আ‌্ওয়ামী লীগের প্রাণ।

সিলেট মহানগরের ভোটারের কাছে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মহানগর আওয়ামী লীগের

পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা চান।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সর্বচ্চো ভোটারের উপস্থিতির মাধ্যমে এ আসনে নৌকার বিজয়মালা ছিনিয়ে আনা আমাদের গুরুদায়িত্ব। সেই প্রত‌্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে।

সভায় কাউন্সিলরবৃন্দরা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখি করার বিভিন্ন দাবী, পরিকল্পনা, সুপারিশ করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা দেন উপস্থিতজনরা।

পররাষ্ট্রমন্ত্রী নেতাকর্মীদের কথাগুলো মনোযোগ সহকারের শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব‌্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. ফয়জুল আনোয়ার, যুগ্ম সম্পাদক বিধান সাহা,আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, কৃষি সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com