মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফিলিস্তিনে ঘণ্টায় দু’জন মায়ের মৃত্যু হচ্ছে গাজায়: জাতিসংঘ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত

ফিলিস্তিনে ঘণ্টায় দু’জন মায়ের মৃত্যু হচ্ছে গাজায়: জাতিসংঘ

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় দুই জন মায়ের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনওমেন গেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। হামলায় রোববার পর্যন্ত ইসরায়েলে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।

ইউএনওমেন এক বিজ্ঞপ্তিতে বলছে, গাজায় নিহতদের প্রায় ১৬ হাজারই নারী বা শিশু। নিহতদের সংখ্যা আগের ১৫ বছরের তিনগুণ। সংকটের শুরু থেকে নিহতদের আনুমানিক ৭০ শতাংশই নারী ও শিশু। প্রতি ঘণ্টায় দুজন করে মায়ের মৃত্যু হচ্ছে।

ইউএন ওমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেন, আমরা আরও একবার প্রমাণ দেখেছি যে, নারী ও শিশুরা সংঘাতের প্রথম শিকার। তাদের জন্য শান্তির সন্ধান আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা মূলত নারীদের সুরক্ষা সংকটের জায়গা। বাস্তুচ্যুত ১৯ লাখ বাসিন্দার মধ্যে ১০ লাখের কাছাকাছি নারী ও মেয়ে। অনিশ্চিত পরিস্থিতিতে তারা আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। গাজার কোথাও কেউ নিরাপদ নন।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com