মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্রোহীদের আক্রমণে ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   58 বার পঠিত

বিদ্রোহীদের আক্রমণে ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা

ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত যতই তীব্র হচ্ছে ততই দেশটির সেনাবাহিনীর সদস্যদের ভারতের মিজোরামে পালিয়ে আশ্রয় নেওয়ার ঘটনা বাড়ছে।

এরই মধ্যে মিজোরাম সরকার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে অবহিত করেছে সৈন্যদের দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

সম্প্রতি ভয়াবহ সংঘর্ষের মধ্যে মিয়ানমারের প্রায় ৬০০ সেনা সৈন্য ভারতে প্রবেশ করে আশ্রয় নিয়েছে।

পশ্চিম মিয়ানমারের রাজ্য রাখাইনে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর (আরাকান আর্মি) আক্রমণের মুখে তাদের ক্যাম্প দখল হওয়ার পর তারা মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নেন। সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার (২০ জানুয়ারি) এ খবর জানিয়েছে এনডিটিভি।

আশ্রয় নেওয়া সেনারা জানান, আসাম রাইফেলস ক্যাম্পে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

শিলংয়ের উত্তর-পূর্ব কাউন্সিল সভার অধিবেশনে বিষয়টি নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে জরুরি আলোচনা হয়েছে।

সরকারি সূত্র বলছে, মিজোরাম রাজ্যে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনাদের দ্রুত প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা এবং এ অঞ্চলের স্থিতিশীলতার ওপর এর প্রভাবের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এ আবেদন আসে।

অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, নিরাপত্তার জন্য মানুষ মিয়ানমার থেকে আমাদের দেশে পালিয়ে যাচ্ছে এবং আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। মিয়ানমারের সৈন্যরা আসছে, আশ্রয় খুঁজছে এবং আগে আমরা তাদের আকাশপথে ফেরত পাঠিয়েছি। প্রায় ৪৫০ সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

গত বছরের অক্টোবরের শেষের দিকে তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী যৌথ আক্রমণ করে দেশটির কিছু শহর ও সামরিক পোস্ট দখল করে। ২০২১ সালে একটি অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এরপর থেকে বিদ্রোহীদের আক্রমণের মুখে চরম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশটির সরকার।

Facebook Comments Box

Posted ৮:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com