অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচের সপ্তদশ ওভার পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট পড়েছিল মাত্র একটি। তারপরও দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেল না তারা। শেষ দুই ওভারে হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ফেলে গত বারের চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিদেশি খেলোয়াড়দের সবার না আসার কথা জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকার নাফিসা কামাল। প্রথম ম্যাচে তার দলকে নামতে হলো তিন বিদেশিকে নিয়ে।
তবুও কিছুটা স্বস্তিতেই থাকার কথা তাদের। হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস, কুমিল্লাও পেয়েছে বেশ ভালো সংগ্রহ।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৪৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে তারা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ার পর কুমিল্লার অধিনায়ক হন লিটন। প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। ১৬ বলে ১৩ রান করে চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।
এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কুমিল্লাকে তিনবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস দলের হয়ে হাল ধরেন। ৪২ বলে পূর্ণ করেন ফিফটি। হৃদয়ের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। ১৯তম ওভারে এসে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। হৃদয় ফেরেন ৪১ বলে ৪৭ রান করে।
একই ওভারে উইকেট বিলিয়ে দেন ইমরুলও। তার ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। শেষ ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ঢাকার শরিফুল ইসলাম। খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান তিনি।
বিপিএলের ৬ হ্যাটট্রিক
মোহাম্মদ সামি, ২০০৫ (দুরন্ত রাজশাহী)
আলিস আল ইসলাম, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)
ওয়াব রিয়াজ, ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
আন্দ্রে রাসেল, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)
মৃত্যুঞ্জয় চৌধুরী, ২০২২ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
শরিফুল ইসলাম, ২০২৪ (দুর্দান্ত ঢাকা)
Posted ৫:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed