অনলাইন ডেস্ক | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১২ জানুয়ারি) তিনি সেতুটির উদ্বোধন করেন। সেতুটি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে। এটিকে ‘অটল সেতু’ হিসেবে ডাকা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সেতুটির দৈর্ঘ্য ২১ দশমিক ৮ কিলোমিটার। এটি নির্মাণে প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা। শিগগিরই সেতুটি দিয়ে যান চলাচল শুরু হবে। এই সেতুর ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে মাত্র ২০ মিনিটে।
সেতুটির প্রায় ১৬ দশমিক ৫ কিলোমিটার অংশ গেছে সমুদ্রের ওপর দিয়ে। দক্ষিণ মুম্বাইয়ের সেওরি থেকে এটি শুরু হয়েছে। তারপর এটি শিবাজি নগর, জসসি পেরিয়ে নভি মুম্বাইয়ের চার্লিতে গিয়ে শেষ হয়েছে। এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু তো বটেই, বিশ্বের দ্বাদশ দীর্ঘতম সমুদ্র সেতু।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed