মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাজিল-আর্জেন্টিনার জরিমানা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

ব্রাজিল-আর্জেন্টিনার জরিমানা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মারামারির ঘটনায় দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে ফিফা। আরও কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে সংস্থা দুটিকে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গত বছরের ২৯ নভেম্বর লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ওই ম্যাচেই দুদলের সমর্থকদের মধ্যে বেধে যায় মারামারি। খেলা শুরুর আগে যখন আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানো হচ্ছিল, তখন ব্রাজিল সমর্থকরা দুয়ো দিতে শুরু করায় ঘটনার উৎপত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জ করে ব্রাজিল পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে গ্যালারির চেয়ার ছুড়তে থাকেন আর্জেন্টাইনরা। এতে আহত হন বেশ কয়েকজন।

বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়, ঘটনার তদন্তে নামে ফিফা। তদন্ত শেষে দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হয়েছে। ব্রাজিলকে গুনতে হচ্ছে ৫০ হাজার সুইস ফ্রা, আর্জেন্টিনাকে ২০ হাজার।

Facebook Comments Box

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com