গোয়াইনঘাট প্রতিনিধি | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 194 বার পঠিত
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে মাদক, সন্ত্রাসী, জঙ্গিবাদ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুয়া, ভুমি দস্যু, নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার বুলিং ও ফেসবুক সংক্রান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোয়াইনঘাট থানার নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে কুপার বাজারের পূর্ব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় গোয়াইনঘাট থানার এসআই ও বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসার এনামুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ইনস্পেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন ।
সভায় বক্তব্য রাখেন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা, তৌহিদ মিয়া মেম্বার, নজরুল ইসলাম নজু, কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দু নুর সরকার, রুস্তুমপুর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মারুফুল হাসান মারুফ,
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই ফকরুল ইসলাম, এএসআই নয়ন রায়, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন (টিবুল্লাহ), আওয়ামী লীগ নেতা হাসান মিয়া, ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি চান মিয়া। এসময় কুপার বাজারের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
Posted ১০:২৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed