অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় রোববার সকাল থেকেই বোমা হামলা চালাতে থাকে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর দাবি, গাজার উত্তরাঞ্চলের প্রায় সম্পূর্ণ অংশ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা। খবর রয়টার্সের।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাস ইসরাইল সংঘাতে নতুন করে ইসরাইলের নয় সেনা নিহত হয়েছে। এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ১৫৫ হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, এই যুদ্ধ আমাদের কাছ থেকে অনেক বড় মূল্য আদায় করছে। তবে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
এদিকে শনিবার হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহু ইসরাইলের অভিযান নিয়ে আলোচনা করেছেন।
Posted ৯:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed