বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেএসডির আলোচনা সভা

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ফলে ছাত্র-জনতার বিপ্লব সফল হয়েছে : অধ্যাপক মোহাম্মদ শফিক

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ফলে ছাত্র-জনতার বিপ্লব সফল হয়েছে : অধ্যাপক মোহাম্মদ শফিক

ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালে সিপাহী জনতার আন্দোলনের আলোকে ৫ আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং এটি উভয় বিপ্লবে সাধিত হয়েছে। আমরা মনে করি সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে ফলে জগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে গণমুখি রাষ্ট্র পরিচালিত হবে। এই অধিকার সামনে নিয়ে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও সমমান দল সমূহ নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। এই যুদ্ধে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেক নাগরিকবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর হাওয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট জেলা শাখার আলোচনা সভায় সভাপতির বক্তব্য উপরোক্ত বক্তব্য রাখেন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটু, সিলেট জেলার সদস্য আব্দুল গফফার সুইট, জুম্মান খান কানু, মাসুক আহমদ, রফিক মিয়া, রায়হান আহমদ রিফাত, সিয়াম আহমদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com