অনলাইন ডেস্ক | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 137 বার পঠিত
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিপন্ন করতে চায় তারা। এরা দেশের কল্যাণের পথে হাঁটে না, দেশের কথাও চিন্তা করে না।
তিনি বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপির সব ষড়যন্ত্রকে ছাপিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে কারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে।
সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, আলাউর রাহমান আলা, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুছা ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনুদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সদস্য মাহবুবুর রহমান, নিরঞ্জন সূত্রধর, ওসমানীনগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দিবাংশু পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক, স্বপন আহমদ মেম্বার, ইমরান আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলী, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ হাজী মুহিব, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ইসমাইল আলী, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাদিপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন সংরক্ষিত সদস্য আছারুন বেগম, রেখা রানী, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকসানা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি লাল মিয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ৪নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ৫নং ওয়ার্ডের সভাপতি আনহার মিয়া, সাধারণ সম্পাদক আতিক মিয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক শাহ লিটন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গণি, ৮নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ অমর আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার গাজী মিয়া, ওসমানী নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ আবির, সদস্য শাহিন মিয়া, রুবেল আলী, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, তারেক আহমদ, মুজাহিদ আলী, রিপন মিয়া, জয় আহমদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed