রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সারা দেশে ১৩৭ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   57 বার পঠিত

সারা দেশে ১৩৭ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন সংস্থা। এর অংশ হিসেবে সিলেটসহ সারা দেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ৫৭টি টিম তদারকির মাধ্যমে ১৩৭ প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করে। এসব প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেওয়া দাম মানছিল না।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০টাকা, রংপুর বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৯ হাজার টাকা, খুলনা বিভাগে ১৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা, বরিশাল বিভাগে ১৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার ৫০০ টাকা, সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com