অনলাইন ডেস্ক | শুক্রবার, ০১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, অপসংস্কৃতি থেকে সনাতনী সমাজকে বেরিয়ে আসতে হবে। আমাদের সবাইকে ধর্মীয় আচার অনুষ্ঠানে “সাত্ত্বিকতা” বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের দাবি দাওয়া আদায়ের একমাত্র ধর্মীয় সংগঠন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের হাতকে শক্তিশালী করতে সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের সংগঠনের হয়ে চলমান আন্দোলনে ঝাপিয়ে পুড়তে হবে। পূজা উৎযাপন পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শুক্রবার (১ মার্চ) বন্দরবাজারস্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূজা উৎযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মানিক লাল দে, অধ্যাপক ঋসিকেস ধর, অ্যাডভোটে বিজয় কৃষ্ণ বিশ্বাস, নিশি কান্তি পাল, প্রনত রঞ্জন দাস, হিমাংশু রঞ্জন দাস, রতন কান্তি দাস, যুগ্ম সাধারণ শৈলেন কুমার কর, অখিল বিশ্বাস, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সামন্ত ধর, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিমল কান্তি দে, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রন দে, গণসংযোগ সম্পাদক নিহার রঞ্জন পাল।
উপস্থিত ছিলেন সহ-মহিলা সম্পাদিকা শিবানী রানী দে, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন রঞ্জন তালুকদার, বালাগঞ্জ উপজেলার সভাপতি রজত দাস ভূলন, গোয়াইনঘাট উপজেলার সভাপতি সুভাস চন্দ্র পাল ছানা, কানাইঘাট উপজেলার সভাপতি ভজন লাল দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি বিজয় কুমার দেব নাথ, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মুনিল দে, জৈন্তাপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি নিবারণ চন্দ্র দাস, বিয়ানীবাজার উপজেলার সাধারণ বিপ্লব চক্রবর্ত্তী, কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক অসক চক্রবর্ত্তী, বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্ত দাস, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব প্রমুখ।
সভায় আসামী ১৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে ব্যাপক হারে নেতাকর্মীদের যোগদানের আহবান জানানো হয়। সভায় সিলেট শাখার পক্ষ থেকে কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলাকে সংবর্ধনা প্রদান করা হয়।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed