অনলাইন ডেস্ক | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ ও সম্পদ আরোহণ এবং বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সিলেট সিটি কর্পোরেশনে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পেরেশনের সভাকক্ষে এ সম্পর্কিত কর্মশালাটির আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়রুজ্জামান চৌধুরী বলেন— পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এজন্য একে অপরের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে হবে, তবেই নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আমরা নাগরিকদের ভালো মানের সেবা দেয়া সম্ভব।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের কোর্স পরিচালক ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে উপপরিচালক মোঃ মাহাবুবুর রহমান।
কর্মশালায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed