রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিন মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   57 বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিন মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে মোনাজাত পরিচালনা করার অনুমতি দেন ।

সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী মোনাজাতে বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে যেন আল্লাহ কবুল করেন। দেশকে সমৃদ্ধশালী ও সোনার বাংলাদেশ হওয়ার তৌফিক দান করুন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ যারা দেশ স্বাধীনে শহীদ হয়েছেন তাদের কবরে রহমত বর্ষণ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধশালী হওয়ার তৌফিক দান করুন। সবাইকে খেদমত করার তৌফিক দান করুন। সংসদের সকল নেতাকে সুস্থতা দান করুন। দেশের অপশক্তিকে রুখে দাঁড়ানোর শক্তি দিন। দুশমনের দুশমনি থেকে হেফাজত দান করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থতা দান করুন। তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জান্নাত দান করুন। প্রধানমন্ত্রী সকল উদ্যোগগুলোর সফলতা দান করুন। গজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন। দেশের উপর শান্তি বর্ষণ করুন।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

Facebook Comments Box

Posted ১১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com