রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমাজসেবী মাহবুব আহমদ এলু’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   54 বার পঠিত

সমাজসেবী মাহবুব আহমদ এলু’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থা উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ডের রায়নগর রাজবাড়ি নিবাসী মরহুম মো. মাহবুব আহমদ এলু’র স্মরণে শোকসভা মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারের রাজাম্যানশনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশন সিলেট বিভাগীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, মরহুমের বড় ভাই মো. ইউসুফ সেলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, ফাউন্ডেনের বিভাগীয় সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, ফাউন্ডেনের বিভাগীয় সহ-সভাপতি সাংবাদিক এম এ মতিন, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, মহিলা সম্পাদিকা শিরন আক্তার চৌধুরী, মহিলা নেত্রী সাহেদা বেগম, সদস্য মামুন চৌধুরী, তুহিন চৌধুরী, তোফায়েল আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি আশরাফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহিদ আহমদ ফরহাদ, মহানগর সভাপতি মির্জা বেগ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষে মরহুম মো. মাহবুব আহমদ এলু’র রূহের মাগফেরাত এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মহাসচিব এস এম সাইফুর রেজার রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাদের কর্মকর্তা এস এ মো. বিল্লাহ।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টায় মো. মাহবুব আহমদ এলু হার্ট এ্যাটাক্ট করে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com