বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নৌকায় যত বেশি ভোট দিবেন, তত বেশি উন্নয়ন হবে : কুলাউড়ায় জনসভায় নাদেল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

নৌকায় যত বেশি ভোট দিবেন, তত বেশি উন্নয়ন হবে : কুলাউড়ায় জনসভায় নাদেল

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার (৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার টিলাগাঁও ইউনিয়নে গণসংযোগকালে মানুষের ভালোবাসায় সিক্ত হন। গণসংযোগকালে তিনি চা শ্রমিকসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন বিভিন্ন শ্রেণির মানুষ। বিভিন্ন এলাকায় ভোটাররা তাঁকে নৌকা ও ফুলের তোড়া উপহার দেন। অনেকেই আবার অবহেলিত এলাকার সমস্যার কথাও তুলে ধরেন তাঁর কাছে। তিনি মানুষের দাবি, তাদের দুঃখ ও কষ্টের কথা ধৈর্য্যসহকারে শোনেন।

বিভিন্ন পথসভায় তিনি বলেন, ‘গত ১৫ বছরে এলাকায় ১৫টি রাস্তাও হয়নি। মানুষ কত কষ্টে সময় পার করছে তা কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চল ঘুরলে বুঝা যায়।’

তিনি বলেন, ‘ভোটারদের কোনো দোষ নেই। জাতীয় নির্বাচনে কুলাউড়া সংসদীয় আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী না থাকায় সরকার এবং দলের প্রতিকূলে থাকা প্রার্থীরা ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে বিজয়ী হন। কিন্তু তারা সরকারের বিপরীত স্রোতে থাকায় এলাকায় উন্নয়ন আনতে পারেনি। এতে করে গত ১৫ বছরে তারা কুলাউড়াকে পিছিয়ে রেখেছেন। আজ কুলাউড়ার মানুষ অবহিত, উন্নয়নের জন্য ক্ষুধার্ত। মানুষের দিকে তাকালেই বুঝা যায়, তাদের উন্নয়ন প্রয়োজন।’

তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, ‘আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। সে হিসেবে নৌকায় যত বেশি ভোট দিবেন, এলাকায় তত বেশি উন্নয়ন হবে। কুলাউড়ার উন্নয়নে নৌকার প্রয়োজন।’

তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখনো মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আগামী ৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে মানুষ ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দেবে।’

নাদেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অসহায় পরিবারে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এই অনুদান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দেওয়া। এক প্রার্থী নিজের উদ্যোগে এই অনুদান দিয়েছেন বলে চা শ্রমিকদের মাঝে অপপ্রচার চালাচ্ছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করছেন।’

তিনি চা শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘এই অনুদান একমাত্র জননেত্রী প্রধানমন্ত্রী দিয়ে থাকেন, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়ার সুযোগ নেই। যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারি জবাব দিবেন।’

ইউনিয়নের লংলা, তারাপাশা ও পাল্লাকান্দি চা বাগানে অবস্থানকালে শতশত শিশু, নারী-পুরুষ চা শ্রমিক তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন।

শফিউল আলম নাদেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের পক্ষে সবসময় কথা বলেছেন, ভোটের অধিকার দিয়েছেন। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চা শ্রমিকরা আর কোনদিন অবহেলিত থাকবে না।’

নাদেল বলেন, ‘উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা গেছে উন্নয়নের স্বার্থে মানুষের মাঝে নৌকার সুর উঠেছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আপনারা কষ্ট করতে হবে, সকাল সকাল কেন্দ্রে যেতে হবে। নিজে ভোট দিবেন, অন্যকেও ভোট দিতে উৎসাহী করবেন।’

দিনব্যাপী গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. ওদুদ বক্স প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী গণসংযোগ শেষে তিনি রাতে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে জনসভা ও কাদিপুর ইউনিয়নে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন হবে কুলাউড়াবাসীর উন্নয়নের পক্ষে আর দখলবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে।’

Facebook Comments Box

Posted ১১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com