মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকল ভোটারদের অনুরোধ করেছেন, যাতে কুলাউড়ায় নৌকা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) তাঁর নিজ ইউনিয়ন রাউৎগাঁওয়ে দিনব্যাপী গণসংযোগকালে তিনি মানুষের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় শফিউল আলম নাদেল বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে সকালবেলা আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন। অন্যকেও সঙ্গে নিয়ে নৌকায় ভোট দিতে উৎসাহ দিবেন।’
তিনি বলেন, ‘এই নৌকা এদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। নৌকা স্বাধীনতার প্রতীক।’
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর আপনারা কুলাউড়ায় পছন্দের প্রার্থীকে ভোট দিলেও উন্নয়নে এখনো কুলাউড়া পিছিয়ে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকার আর সুযোগ নেই। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে উন্নয়নের গতি কমবে না। কুলাউড়া নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে। নৌকা বিজয়ী হলে আগামীতে কুলাউড়া হবে একটি মডেল ও স্মার্ট উপজেলা।’
তিনি তাঁর নিজ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে ভোট প্রার্থনা করে বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে এই এলাকার সম্মান বাড়বে, আপনারা সম্মানিত হবেন। আমাকে কাজ করার সুযোগ দিন। কুলাউড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নে এমন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে যার মাধ্যমে সব মানুষ সুন্দর জীবন পাবেন।’
গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মুক্তাদির তোফায়েল, ইউপির চেয়ারম্যান আকবর আলী সোহাগসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed