অনলাইন ডেস্ক | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
লেবানন থেকে উত্তর ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এতে দেশটির নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে এ হামলা চালানো হয়েছে। এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭৩৪ জন। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা।
অন্যদিকে, জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদন বলছে, গাজায় প্রায় ছয় লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed