শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেট মহানগর ছাত্রলীগের মতবিনিময়ে বক্তারা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   39 বার পঠিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ছাত্রলীগকে

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে সিলেটে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে মহানগর ছাত্রলীগের সাথে তারা মতবিনিময় করেন।

ওই সময় কেন্দ্রীয় নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের সোনালী ইতিহাস অক্ষুণ্ন রেখে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি অপশক্তি নানাভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালানায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ ওলিউর হোসেন রিহাম, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক আরাফাত হোসেন চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com