সোমবার ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবর্ধনা

প্রতিমন্ত্রী শফিক চৌধুরী তিন দিনের সফরে সিলেট আসছেন আজ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   38 বার পঠিত

প্রতিমন্ত্রী শফিক চৌধুরী তিন দিনের সফরে সিলেট আসছেন আজ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে সিলেট আসছেন আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ।

ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে রাত ৯টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

পরে তিনি বিমানবন্দর থেকে রাত ১০টায় সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সিলেট সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ওসমানীনগর শাহ তাজউদ্দীন (রহ.) মাজার সংলগ্ন মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে সাদিপুর ইউনিয়নে শাহজাহান মেম্বারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে সিংগের কাছ বাজারে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় জনমঙ্গল ঈদগাহ মাঠে ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাত ৯টায় সিলেট স্টেশন ক্লাবে একটি সামজিক অনুষ্ঠানে যোগদান শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের তৃতীয় দিনে শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা প্রেসক্লাব কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং দুপুর ২টায় ওসমানীনগর উপজেলায় তাজপুর কলেজ বাড়িতে ত্রাণ বিতরণ করবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশ লাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শেষে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমদ কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com