অনলাইন ডেস্ক | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে এক সপ্তাহ সফর শেষে দেশে ফিরলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর এমপি। শুক্রবার (৩১ মে) বিকালে ঢাকা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে সারাবিশ্ব বিস্মিত।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের বিভিন্ন দপ্তরের সাথে একাধিক বৈঠক করেছি। বাংলাদেশের জন্য নতুন দোয়ার খুলতে যাচ্ছে। কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি ও ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন-এর সাথে বৈঠক হয়েছে। সেখানে সমসাময়িক নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং সমাধানও হয়েছে। আশা করি আগামী-দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিপুলসংখ্যক লোকজন পাঠাতে পারবো ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলার দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ দপ্তর মজির উদ্দিন, সদস্য অ্যাডভোকেট আফছর আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মতছির আহমদ, জবেদুর রহমান, সেলিম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা আওয়ামী লীগের মঞ্জুর আহমদ, বিশ্বনাথের যুগ্ম সম্পাদক আমীর আলী, মখদ্দুস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, প্যানেল মেয়র রফিক হাসান, সদস্য নাজমুল ইসমাল চৌধুরী পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল আহমদ, সদস্য নাঈম আহমদ, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, উপ গ্রন্থনা বিষয়ক সম্পাদক তুহিন আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমদ, সিলেট জেলা তাঁতীলীগ নেতা কামাল আহমদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed