মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 75 বার পঠিত
মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় রাখতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’
তিনি বুধবার (২৭ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘ইতিমধ্যে কুলাউড়ায় নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে ভোট দিতে যাবেন। এখানে নির্বাচনকে ঘিরে কেউ যদি অন্যায় করে, ভোটারদের ওপর কোন ধরনের চাপ প্রয়োগ করে, তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সামনে রেখে আজ কেউ মায়াকান্না দেখাচ্ছেন, কেউ মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। এসব শুধু মানুষকে বোকা বানানোর জন্য।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসব মায়াকান্না আর ভিডিও ফুটেজ দেখাতে তাদের লজ্জা লাগে না?’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিরাপদ কুলাউড়া গড়তে চাই। এজন্য আপনারা নৌকায় ভোট দিন। শুধু নিজে ভোট দিলে হবে না, অন্যদের ভোট দিতে উৎসাহিত করুন, বিশেষ করে মহিলাদেরকে।’
তিনি আরও বলেন, ‘কুলাউড়া উপজেলা টিলা ও চা-বাগানের অপরূপ সৌন্দর্য্যরে জন্য বিখ্যাত। কিছু দুষ্কৃতিকারী প্রাকৃতিক বৈশিষ্ট্যের সুযোগ নিচ্ছে তাদের স্বার্থসিদ্ধির জন্য। কুলাউড়ার সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে শরীফপুর। এই শরীফপুর ইউনিয়নের প্রতি আমার আলাদা একটা অনুভূতি রয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে শরীফপুরে বীর মুক্তিযোদ্ধারা বেশি। দেশের অন্যান্য স্থানের মতো এখানকার বীর মুক্তিযোদ্ধারাও তাঁদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় বিশ্বাসী।’
শফিউল আলম নাদেল বলেন, ‘সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান আসে। উপজেলার বিভিন্ন চা বাগানে মাদক ও জুয়ার নিয়মিত আসর বসার কারণে যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।’
তিনি বলেন, ‘সরকারি খাসজমি দখল করে বসতি স্থাপন করা হচ্ছে। অন্যের কাছে এসব জমি বিক্রি করার বেআইনি চর্চাও চলছে। আপনারা নৌকাকে বিজয়ী করলে কুলাউড়ায় মাদক ও জমি দখল ইস্যুকে চিহ্নিত করে এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান ও সরকারি খাসজমি পুনরুদ্ধারে অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন দরকার। আগামী ৭ জানুয়ারি উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিলে আপনাদের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির কুলাউড়া উপহার দেব।’
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed