মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুলাউড়া হবে মডেল উপজেলা : নাদেল

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   64 বার পঠিত

কুলাউড়া হবে মডেল উপজেলা : নাদেল

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ অসহায় মানুষের পক্ষে সবসময় কথা বলে। গত ১৫ বছর থেকে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে আছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা এগিয়ে নিতে চাই। ৭ জানুয়ারির নির্বাচন দেশ-বিদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি রবিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে গণসংযোগকালে এবং রাতে টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

শফিউল আলম নাদেল আরও বলেন, ‘১৫ বছর পর কুলাউড়ার মানুষ এবারের নির্বাচনে তাদের কাক্সিক্ষত প্রতীক নৌকা পেয়েছেন। এই প্রতীক পেয়ে ভোটারদের মাঝে রীতিমতো উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। কুলাউড়ার মানুষ নৌকা নিয়ে এখন ঐক্যবদ্ধ। গত ১৫ বছর নৌকার প্রার্থীকে বিজয়ী করতে না পারা এবং সরকারি দলের লোককে সংসদ সদস্য নির্বাচিত করতে না পারায় কুলাউড়ায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। আগামীতে কুলাউড়া হবে মডেল উপজেলা।’

নাদেল বলেন, ‘গত সংসদ নির্বাচনে একজন প্রার্থী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পুলিশ দিয়ে হয়রানি করেছেন। সেদিনের কথা মানুষ ভুলে যায়নি। আজ কুলাউড়ার বিভিন্ন জায়গায় মাদকে সয়লাব হয়ে গেছে। এর পেছনে কে বা কারা কাজ করছে কুলাউড়ার মানুষ সব জানে। কুলাউড়ায় আর সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। নির্বাচনে কালো টাকা ছড়ানোর সুযোগ থাকবে না। কুলাউড়ার মানুষ তাদের সিদ্ধান্ত নিতে আর ভুল করবে না। ৭ জানুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

রাত ৮টায় টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবদুল মোছব্বির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।

ব্রাহ্মণবাজার ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগকালে উপস্থিত ছিলেন। এসময় চা শ্রমিক নারী-পুরুষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলকে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন।

Facebook Comments Box

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com