শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ আমায় মাথায় করে রাখে, ভারতীয়দের বললেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   36 বার পঠিত

বাংলাদেশ আমায় মাথায় করে রাখে, ভারতীয়দের বললেন স্বস্তিকা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত ২০ জানুয়ারি ঢাকায় পা রাখেন অভিনেত্রী স্বস্তিকা। অভিনেত্রীর ‘বিজয়ার পরে’ ২৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এর আগে তিনি ঢাকা ও আশেপাশের এলাকাগুলো ঘুরে বেড়িয়েছেন। এদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

এর মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে একটি পোস্ট করেছেন স্বস্তিকা। পোস্টে নিজ দেশের ভক্তদের একাংশকে এক হাত নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের প্রশংসা করেছেন তিনি। মূলত সপ্তাহ খানেক আগে ভারতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি শেয়ার করে স্বস্তিকা লিখেন—‘Airport (এয়ারপোর্ট) এর পথে এই article (আর্টিকেল) টা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির promotions (প্রমোশন) এ দেওয়া ইন্টারভিউ। কয়েকটা comment (কমেন্ট) চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত।’

তিনি লিখেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়তো একটু খারাপ লাগতো কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত এত ভালোবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।’

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই negativity (নেগেটিভিটি) ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে।

Thank you Bangladesh, (থ্যাঙ্ক ইউ বাংলাদেশ) আপনারা অনেক মনোবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।’

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২০ জানুয়ারি। ৭৪টি দেশের ২৫২টি ছবি এতে অংশ নেয়। আগামী ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com