শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   10 বার পঠিত

গাজায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের

ছবি: সংগৃহীত

ইসরাইলি সেনাদের হামলায় গাজার দুটি হাসপাতাল কমপ্লেক্সে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় স্বাধীন, কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, নাসের ও আল-শিফা কমপ্লেক্সে যে দৃশ্য দেখা গেছে তাতে তিনি আতঙ্কিত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) তুর্ক বলেন, দায়মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এর মধ্যে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চলতি সপ্তাহে ৩২৪টি মৃতদেহসহ একটি গণকবরের সন্ধান পান গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা।

 

 

এর আগে এপ্রিলের শুরুতে স্বাস্থ্যকর্মীরা আল-শিফায় গণকবর থেকে মৃতদেহ উত্তোলন করেছিলেন। তখন ফিলিস্তিনি দাবি করেছিল, ইসরাইলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তাদের লাশ পচে যাওয়ার জন্য ফেলে গেছে।

গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর আল-শিফা থেকে অন্তত ৩৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে খান ইউনিসের এসব হাসপাতালে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।

প্রসঙ্গত, ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩৪ হাজার ২৬২। আহত হয়েছেন ৭৭ হাজার ২২৯ জন।

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com