মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

বিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’

ম্যাডিসন মার্শ । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৫১ প্রতিযোগীকে পেছনে ফেলে “মিস আমেরিকা” খেতাব জিতেছেন মার্কিন যুদ্ধ বিমানের পাইলট ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। এর আগে কলোরাডো রাজ্যের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার (১৪ জানুয়ারি) ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবরে, মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আপনাকে থামানোর ক্ষমতা কারও নেই। তবে নিজেই নিজেকে থামিয়ে দিতে পারে।’

আরও জানা যায় মার্শ তার মাকে নিয়ে বলেন, ‘তার মা ২০১৮ সালে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন মার্শ। তবে মায়ের মৃত্যু ম্যাডিসনকে ক্যান্সার গবেষণার জন্য অর্থ সংগ্রহ করতে হুইটনি মার্শ ফাউন্ডেশন গড়ে তোলায় প্রেরণা জুগিয়েছে।

মার্কিন এয়ার ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী তিনি।

মার্কিন এয়ার ফোর্সে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেতাব পেলেন ম্যাডিসন মার্শ। আর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি।

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com