মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় সংসদে নাদেল : শিক্ষকদের পেনশনপ্রাপ্তির ভোগান্তি নিরসনের দাবি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

জাতীয় সংসদে নাদেল : শিক্ষকদের পেনশনপ্রাপ্তির ভোগান্তি নিরসনের দাবি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি নিবন্ধিত ও এমপিওভুক্ত শিক্ষকেরা দীর্ঘদিন আলোর বাতিঘর হিসেবে কাজ করেন। তারা অবসরে যাওয়ার পরে নিজেদের প্রয়োজনে তাদের অবসরকালীন যে প্রাপ্ততা (পেনশন) সেটা পাওয়ার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে দৌড়াতে থাকেন। এটা আমাদের সকলের জন্য লজ্জার। শিক্ষকদের এই ভোগান্তি নিরসন জরুরি।’

শফিউল আলম চৌধুরী নাদেল রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জরুরি-জনগুরুত্বপূর্ণ বিষয়ে কার্যবিধির ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষকদের এই দুর্ভোগ-ভোগান্তি বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তব্যের শুরুতে শফিউল আলম চৌধুরী নাদেল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) নির্বাচনী এলাকার জনগণ ভোট দিয়ে বিজয়ী করে আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এজন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

Facebook Comments Box

Posted ১২:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com