মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনগণের সুবিধার কথা বিবেচনা করে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   61 বার পঠিত

জনগণের সুবিধার কথা বিবেচনা করে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আপনারা যখনই কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাবেন, তখন কিছু বিষয় মাথায় রাখবেন এবং তা হলো প্রকল্পগুলো বাস্তবায়নের পর তা থেকে কি সুফল পাওয়া যাবে এবং দেশ ও জনগণ কতটা উপকৃত হবে।

প্রধানমন্ত্রী কেবল জনগণের অর্থ ব্যয়ের জন্য কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনা করার পরামর্শ দেন।
রবিবার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্থানীয় প্রশাসনের উদ্দেশে ভাষণদানকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।
শেখ হাসিনা লোকজন কি বলবে তা নিয়ে দ্বিধা না করে যেকোনো পেশাগত দায়িত্ব পালনের সময় আস্থা, বিশ্বাস ও আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

 

তিনি বলেন, অনেকে বলেছিল যে এটি কাজ করবে না বা এটি কার্যকর হবে না, কিন্তু আমরা এটি করেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক দেশ ভাবতেও পারেনি গত ১৫ বছরে বাংলাদেশ এতটা এগিয়েছে।
শেখ হাসিনা বলেন, লোকজন কি বলছে আমরা তা নিয়ে মাথা ঘামাই না। দেশ ও জনগণের কল্যাণে যা করা দরকার আমরা তা করব।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com