অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন ২ হাজার ৯৬৪ কেন্দ্রে এবং ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বাসের চাপায় মোটরসাইকেলের চালক-আরোহী নিহত
ইসি জানায়, রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় নির্বাচনে ব্যালট পেপারের সর্বোচ্চ নিরাপত্তার জন্য ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
পার্বত্য জেলা, উপকূলীয় এলাকা, দ্বীপ, চরাঞ্চল, নদী পরিবেষ্টিত দুর্গম এলাকা বিবেচনায় পরিশিষ্ট ‘ক’ তালিকায় বর্ণিত ২ হাজার ৯৬৪ কেন্দ্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের চাহিদার ভিত্তিতে ভোটের আগের দিন নির্বাচনী মালামালসহ ব্যালট পেপার পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এবার মোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৫টি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার ৮৪৯ জন।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed