রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইল সরকারই দায়ী’

অনলাইন ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   53 বার পঠিত

‘৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইল সরকারই দায়ী’

ছবি : সংগৃহীত

ইসরাইলে গত ৭ অক্টোবরের হামলার জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম ম্যারিভের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন বলেন, গত ৭ অক্টোবরের হামলার জন্য ইসরাইল সরকারই দায়ী। সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা খুঁজে বের করবে যে এই হামলার জন্য কাদের অবহেলা দায়ী।

কোহেন বলেন, এখন গাজা স্ট্রিপে বসতি স্থাপনের কথা বলাই সঙ্গত নয়। কারণ, সেখানে বসতি স্থাপনের জন্য প্রথমেই নিরাপত্তার কথা ভাবতে হবে।

তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে গাজায় কোনো হামাস সদস্য থাকবে না। আমরাই সেখানকার নিয়ন্ত্রণভার গ্রহণ করব। ফিরিয়ে আনবে আমাদের অপহৃতদের।

Facebook Comments Box

Posted ১১:১৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com