মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রির মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   533 বার পঠিত

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রির মৃত্যু

ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আল-আমিন (২৩)। তিনি বাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার নিবড়া গ্রামের শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় পৌরশহরের চান্দশির কাপন এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌরশহরের মছতুরা সংলগ্ন নোয়াব আলীর বাসায় ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, চান্দশির কাপন গ্রামের বশির উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় রঙের কাজ করছিলেন আল-আমিনসহ অন্য শ্রমিকরা। উপর থেকে রশি ঝুলিয়ে দেয়ালে রঙ করছিলেন তারা। এক পর্যায়ে পার্শ্ববর্তী বৈদ্যুতিক মেইন লাইনে পড়ে যাওয়া রশি সরিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুর্হুতেই আগুলে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-আমিন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপপরিদর্শক (এসআই) অমিত সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করে, হাসপাতালে এসেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box

Posted ১১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com