শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্মার্ট নগরী গড়তে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহযোগিতা চাই: মেয়র আনারুজ্জামান চৌধুরী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   41 বার পঠিত

স্মার্ট নগরী গড়তে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহযোগিতা চাই: মেয়র আনারুজ্জামান চৌধুরী

প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর হোয়াইট হাউস রিসোর্টে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত পাঠ করেন ক্বারী মাওলানা নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা, অধ্যক্ষ মো. নাজমুল আনসারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী বলেন ,স্মার্ট সিলেট গড়তে দরকার স্মার্ট নাগরিক। আর সিলেটের বর্তমান প্রজন্মকে স্মার্ট, দক্ষ নাগরিক হিসেবে গড়তে যারা কাজ করে যাচ্ছেন তারা হচ্ছেন মানুষ ও সমাজ গড়ার কারিগর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা সংগঠন প্রাইভেট স্কুল এসোসিয়েশন।

 

 

তিনি বলেন, শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই নগরী এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কয়েকটি অনুষ্ঠানে এসে বুঝতে পেরেছি প্রাইভেট স্কুল এসোসিয়েশন খুব দক্ষ ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইফতার পার্টি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি এবং জামেয়া ইসলামিয়া দারুল আরকাম এর চেয়ারম্যান জনাব আফসার আজিজ, সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম লায়েক, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রুহেল আহমেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সুরঞ্জিত তালুকদার, মোহাম্মদ জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুরুল আবছার, মোহাম্মদ মাশুক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মো. হাসান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির উদ্দিন পাভেল, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক কালিপদ দাস, সহ সাহিত্যক ও প্রকাশনা সম্পাদক মো. মোক্তার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলালউদ্দিন আলাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. বাবুল মিয়া, কার্যনির্বাহী সদস্য হাবিব আন নুর।
উল্লেখ্য, ইফতার পার্টি ও আলোচনা সভায় শতাধিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com