মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হ্যারল্ড রশীদ চৌধুরী

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয়

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয়

সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয়। আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চা করাতে হবে। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যদি শিশুদের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাহলে তাদের চিন্তাচেতনার মধ্যে আমরা পরিবর্তন আনতে পারব। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যেমন তাদের মেধার বিকাশ ঘটবে। প্রতিটি বড় অর্জনের পেছনে সাংস্কৃতিক কর্মীরা একটি বড় ভূমিকা রেখেছেন। তাই আমাদের পরের প্রজন্মকেও সেভাবে তৈরি করতে হবে।

তিনি শুক্রবার (৮ মার্চ) সকালে কুমারপাড়াস্থ আটর্স কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রস্তুতি কমিটি সিলেট মহানগরের আহ্বায়ক সৈয়দ সুরাইয়া জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ধ্রুবজ্যোতি দে এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, ইমজা এর সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল, জাতীয় শ্রমিক সিলেট মহানগর শাখার সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস গুপ্ত বিভু, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিথিন প্রাপ্ত প্রমুখ।

সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়, সিলেট আর্টস কলেজ ব্যবস্থাপনায় এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় স্কুল কলেজের ৪’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com