অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন শিরীন পারভীন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পদোন্নতির আগ পর্যন্ত শিরীন পারভীন এই সংস্থার পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি নিজস্ব জনবল কিংবা প্রেষণ যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক।
শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি পান।
Posted ১০:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed