অনলাইন ডেস্ক | বুধবার, ২০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
সিলেট জেলা পুলিশের উদ্যোগে ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৯ মার্চ) থেকে শুরু হওয়া এ ট্রাফিক সচেতনতা সপ্তাহ চলবে আগামী ২৬ মার্চ মঙ্গলবার পর্যন্ত।
সিলেট জেলার অন্যতম ব্যস্ত মহাসড়ক হল সিলেট তামাবিল মহাসড়ক। ট্রাফিক বিষয়ে সচেতনতার অভাবে এবং ট্রাফিক আইন অমান্য করে যান চলাচলের কারণে প্রায় সময় এই মহাসড়কে ঘটে মারাত্মক দুর্ঘটনা। সম্প্রতি সময়ে উক্ত মহাসড়কে বেশ কয়টি মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। তাই যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা ও জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জেলার পুলিশ সুপার এ উদ্যোগ গ্রহণ করেছেন।
সপ্তাহব্যাপী এ কার্যক্রমে জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এ প্রত্যাশা আমাদের সকলের।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed