শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাইক্রোফোন হাতে ফিরবেন তামিম

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   62 বার পঠিত

মাইক্রোফোন হাতে ফিরবেন তামিম

আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্য কক্ষে তামিম।

ধারাভাষ্যের প্রতি তামিম ইকবালের দুর্বলতা পুরনো। নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) কয়েক মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনও দেখা যায়নি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ‘নতুন অধ্যায়ে’ নাম লিখিয়েছেন বাঁহাতি ওপেনার। এদিন এক ঘণ্টা ধারাভাষ্য দিয়েছেন। তার পর ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই মাইক্রোফোন হাতে ফেরার।

বুধবার (৬ ডিসেম্বর) চিরচেনা মিরপুরে অন্য ভূমিকায় আসেন তামিম। ব্যাটের পরিবর্তে তার হাতে উঠেছিল মাইক্রোফোন। আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা দিয়েছেন। আতহার আলী খানের পাশে বসে ধারাভাষ্য দিয়েছেন। তামিমকে ধারাভাষ্য কক্ষে আতহার পরিচয় করিয়ে দিয়েছেন এই বলে, ‘আমার পাশে যে বসে আছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের ওপর রান করেছেন।’

পুরোটা সময় আতহারের সঙ্গে উপভোগ্য সময় কাটিয়েছেন তামিম। নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার গ্র্যান্ট এলিয়টের সঙ্গে দুষ্টুমিও করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিনের ধারাভাষ্যের অভিজ্ঞতা বর্ণনা করে তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসাটা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। সেটারই যেন ইঙ্গিত দিয়ে রাখলেন সাবেক অধিনায়ক, ‘আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।’ এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে…।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com