মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ ও সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ড. দিদার চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজ উদ্দিন আহমদ, মো. আরিফ মিয়া, প্রফেসর আব্দুল মান্নান খান, প্রফেসর ড. মোস্তাক আহমদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল্লাহ আল হোসাইন, মো. নজরুল ইসলাম, ড. তোফায়েল আহমদ, শাহ আবরু মিয়া, অ্যাডভোকেট মুজাক্কির হোসেন কামালী, অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, গোলাম কাদের চৌধুরী, তারা মিয়া, আশরাফুর রহমান চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কাশমির রেজা, পিযুষ পুরকায়স্থ টিটু, সাখাওয়াত হোসেন আজাদ, শাহ হারুনুর রশিদ, সাইদুর রহমান মুকুল, এম এ রশিদ আহমদ, এ টি এম তারেক, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট আকবর হোসেন, নাদিয়া সুলতানা, জিয়াউল হক, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মো. সাদিকুর রহমান, রাকিবুল্লাহ, শমসের আলী, মাশুক আহমদ তারেক, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দবিরুল ইসলাম, আব্দুল হাই পীর, অধ্যাপক খসরুজ্জামান, সামছুল হুদা জালাল, শওকত হাসান আকঞ্জি প্রমুখ।

 

 

ইফতার মাহফিলে সুনামগঞ্জ সমিতি সিলেটের সদস্যবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

রমজানের তৎপর্য্য বিষয়ক আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জালালাবাদ কলেজ সিলেটের সহকারী অধ্যাপক মাওলানা ছায়েম আহমদ চৌধুরী।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। এ মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। কুরআন নাজিলের মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ-জাতি ও মানুষের কল্যাণে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।

 

 

বক্তারা বলেন, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে অনুসরণ করে সমিতি শিক্ষা, চিকিৎসা, মানবসেবাসহ উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছে। বক্তারা এই সমিতির মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গরিবের হক যাকাত
(696 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com