শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাবি ছাত্রলীগের কমিটি : সভাপতি খলিল, সম্পাদক সজিব

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

শাবি ছাত্রলীগের কমিটি : সভাপতি খলিল, সম্পাদক সজিব

দীর্ঘ ১১ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. সজিবুর রহমান।

বুধবার (২০ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মামুন শাহ, ফারহান রুবেল, তায়েফ হোসেন, ইশতিয়াক আহমেদ, নাজমুল হুদা শুভ, ইউসুফ হোসেন টিটু সহ-সভাপতি মো. ইয়াসিন আহমেদ, সাজেদুল ইসলাম, রেজাউল হক সিজার, নাজমুল হাসান, আইরিন লিনজা, সৈয়দ মোতাহির আল হোসেন, সাইমন আক্তার, সামশেদ ছিদ্দিকী সুমন, সাদ্দাম হোসেন পিয়াস, আদিল আহমেদ, সবুজ মিয়া, আরিফুল ইসলাম আরিফ, আকাশ তালুকদার, মো. মনসুর আলম নিরব, আশিকুর রহমান আশিক, শৈশব আহমেদ, হাবিবুর রহমান হাবিব, আল শাহারিয়া, সৈয়দ সাকিবুর রহমান, আফসরো তাসনিমা ঋষিতা মনোনীত হয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ইমামুল হোসেন হৃদয়, মো. সুমন মিয়া, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম সীমান্ত, জাফর উদ্দিন লাসিম, মো. উজ্জ্বল মিয়া, উজ্জ্বল দাস চিনু, সাবিহা সাইমুন পুষ্প, সাদাত আলম তালুকদার মনোনীত হয়েছেন।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে নূরে আলম শ্রাবণ, লোকমান হোসেন, শাকিল হাওলাদার, আর কে রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, শুভ সাহা, অমিত সাহা মনোনীত হয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রেখে রাজনীতি পরিচালনা করতে চাই। শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি বিনির্মাণে নিজেকে সবসময় নিয়োজিত রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে শাবিপ্রবি ছাত্রলীগ অতীতের ন্যায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

নতুন দায়িত্ব নিয়ে সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করছি।’

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com